মোহাম্মদ আলী (৩২), অপু রায়হান (৩১) ও মোহাম্মদ দিপু। চকবাজারে একসঙ্গে প্লাস্টিক ও কাপড়ের দোকান ছিল এই তিন ভাইয়ের। চকবাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে যখন আগুনের সূত্রপাত তখন দোকানেই ছিলেন তারা। সঙ্গে ছিল মোহাম্মদ আলীর তিন বছরের ছেলে আরাফাতও। তাদের মধ্যে ভাগ্যগুণে বেঁচে গেছেন দিপু।বাকি তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
মোহম্মদ দিপু বলছিলেন, ঘটনার সময় তারা চারজন একসঙ্গে ছিলেন। যখন আগুন লাগে তখন তারা দোকান থেকে বের হচ্ছিলেন। দিপুর ১০-১৫ গজ পেছেন ছিলেন তার দুই ভাই ও ভাতিজা। প্রথমে যখন অল্প আগুন লাগে তখন তারা দেখার জন্য দাঁড়িয়েছিল। এ সময় দিপু একটু সামনে যায়। ঠিক তখনই কেমিক্যালের বিস্ফোরণে পেছনের তিনজন ঘটনাস্থলে মারা যায়।
একসঙ্গে তিন স্বজনকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে বসে কাঁদছেন দিপু ও তার বোন জরিনা বেগম। পাশে অন্য স্বজনরা তাদের সান্ত্বনা দিয়েও তাদের থামাতে পারছিলেন না। নিহত অপুর চার মাসের জোনাইরা নামে এক কন্যাসন্তান রয়েছে। নিহত অপর ভাই মোহাম্মদ আলীর স্ত্রী অন্তঃসত্ত্বা। তারা রহমতগঞ্জ থাকতেন।