গ্যাসের পাইপলাইনে ত্রুটি থাকায় রাজধানীর ব্যস্ত সড়কে পুড়ল যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যান। এতে দগ্ধ ও আহত হয়েছেন আটজন। তাদের মধ্যে হাবিবুর রহমান নামে এক বাসযাত্রী এবং শহীদ উল্লাহ নামে এক রিকশাচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে আসাদগেটে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ করে দিলে
তীব্র যানজট সৃষ্টি হয়। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই সড়কে ম্যানহোলের ঢাকনার ওপর গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর একটি বাস থামলে তাতে আগুন ধরে যায়। এ সময় বাসযাত্রীরা তড়িঘড়ি করে নেমে যাওয়ায় সবাই প্রাণে বেঁচে যান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পেছনে থাকা একটি পিকআপ ভ্যানেও তা ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের তাপে আগুন ধরে যায়।
আহত বাসযাত্রী হাবিবুর রহমান জানান, যানজটের মধ্যে হঠাৎ করে বাসের ভেতরে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। অন্যদের মতো তিনিও দ্রুত নামতে গেলে চোখে মুখে এসে ধোঁয়া লাগে।
ঢাকা মহানগর পুলিশ মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মৃত্যুঞ্জয় সঞ্জয় বলেন, ‘বাসে আগুন লাগলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আটজন আহত হন। তাদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।’
এদিকে গ্যাস লাইন মেরামতের কারণে রাত ১০টা পর্যন্ত মোহাম্মদপুর, ধানম-ি, মিরপুরের একাংশে গ্যাস সরবরাহ বিঘিœত হতে পারে বলেও জানায় তিতাস। এ বিষয়ে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে সংস্কার কাজের জন্য এসএসএফের অনুমতি প্রয়োজন হয়। এ জন্য কাজ শুরু করতে একটু দেরি হচ্ছে। তবে রাত ১০টার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, ‘গ্যাস লাইন লিকেজ হয়েছিল। এখন মেরামতের কাজ শুরু হবে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থলে আছেন। লিকেজ সারাতে কিছু পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।’