পিকনিকের বাসের সাথে ট্রেনের ধাক্কা, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ইকোপার্ক রেলক্রসিং পার হওয়ার সময় পিকনিকের একটি বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সর্ভিস। স্থানীয়রা জানান, এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Scroll to Top