কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটজন।
আজ রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, যাত্রীবাহী বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাচ্ছিল। জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।