বিজিবির গুলিতে ৩ চোরাকারবারি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির গুলিতে ৩ বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বেতনা সীমান্তের বরমপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন— বরমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব আলী (২৫), মৃত মো. জহির উদ্দিনের ছেলে সাদেক আলী( ৪৫) ও নুর ইসলামের ছেলে জয়নুল।

ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ জানান, মঙ্গলবার সকালে বহরমপুর সীমান্ত এলাকা দিয়ে দিয়ে গরু চোরাকারবারিরা ভারত থেকে কিছু গরু আনে। ওই গরু উদ্ধারে বিজিবি সদস্যরা সেখানে অভিযানে যায়। এসময় চোরাকারবারিরা বিজিবির ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বিজিবি বারবার তাদের সতর্ক করা সত্ত্বেও তারা পিছু হটেনি। একপর্যায়ে বিজিবি সদস্যরা প্রাণরক্ষায় গুলি চালাতে বাধ্য হয়।

এ ঘটনার পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top