চট্টগ্রামে আগুনে তিন বস্তির ১১৭ ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় রৌফাবাদ কলোনির পশু জবাইখানা সংলগ্ন তিনটি বস্তির ১১৭টি ঘর আগুনে পুড়ে গেছে। শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মূৎসদ্দী এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আগুনে জসিম কলোনির ৪৮টি, রহিম কলোনির ২৭টি ও আকবর কলোনির ৪২টি ঘর ছাড়াও দুটি দোকান পুড়েছে। বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের নয়টি গাড়ি রোববার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কাজ করে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোথা থেকে আগুন লেগেছে বস্তিবাসীদের কেউ সঠিকভাবে বলতে পারছেন না।

খবর পেয়ে বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুরোপুরি আগুন নেভাতে আজ দুপুর পর্যন্ত সময় লাগে। তবে এই অগ্নিকান্ডে কোনোরকম হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top