যশোর বোর্ডের ইতিহাসে এবারই প্রথমবারের মতো রাতের বেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছেন রিকি হালদার (১৭) নামের এক শিক্ষার্থী।
শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তার পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় রাত ৯টায়। কুমারখালী এমএন হাই স্কুলের খলিলুজ্জামান ভবনের ১টি কক্ষে তার পরীক্ষা নেয়া হয়।
রিকি হালদারের জন্য ওই স্কুলের মওলানা শিক্ষক আব্দুল হালিম পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
একজন পরীক্ষার্থীর জন্য একজন কনস্টেবলও দায়িত্ব পালন করেন। রাতে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে শনিবার সকালে রিকি কুমারখালী এমএন হাইস্কুল কেন্দ্রে এসে পৌঁছালে তাকে আলাদা একটি রুমে রাখা হয়।
জানা গেছে, রিকি এ বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থী হিসেবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রিকি হালদার খ্রিস্টান ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট\’ সম্প্রদায়ের অনুসারী। ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের লোকের কোনও কিছু লেখা নিষেধ আছে। এমনকি শনিবার বেড়ানো, খেলাধুলা করা পর্যন্ত নিষেধ।
তাই তার আবেদনের প্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ তার শনিবারের পরীক্ষা রাতে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। শনিবার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শুধুমাত্র সেই পরীক্ষাগুলোই সে দিনের পরিবর্তে রাতের বেলায় অংশ নেবে।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে