ভাইকে বিদায় জানাতে এসে লাশ হলেন ছোট ভাই-ভগ্নিপতি

সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক। কিন্তু শেষ পর্যন্ত বিদায় জানাতে পারেননি তারা। বিমানবন্দরের প্রবেশ মুখে ঘাতক ট্রাক প্রাণ নিলো তাদের।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ডালিম ও মোবারক।

আজ সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট; তাই তাকে হোটেলে বিশ্রামে রেখে বিমানবন্দর এলাকা ঘুরে দেখতে বের হন তারা। কিন্তু বিমানবন্দরের প্রবেশ মুখে দুর্ঘটনায় নিহত হন তারা।

এদিকে খবর পেয়ে হোটেল থেকে বিমানবন্দর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল। মা আর সদ্য বিবাহিত বোনকে কী জবাব দেবেন তা ভেবে কথা বলতে পারছিলেন না তিনি।

রুবেল বলেন, ‘সৌদি আরব যাওয়ার জন্য আমার সঙ্গে ছোট ভাই ও বোন জামাই ছিল। আমারে রুমে শুইয়ে রেখে ওরা বাইরে ঘুরতে গেছিলো। আমার কাল ফ্লাইট। আমি কাল কীভাবে বিমানে উঠবো।’

পুলিশ জানায়, ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে দুজনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটলিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের সংযোগস্থলে একটি মাইক্রোবাসকে প্রথম ট্রাকটি আঘাত করে। পালাতে গিয়ে বামদিকে ট্রাকটি ঢুকিয়ে দেয়। আসার সময় দুজন পথচারীকে চাপা দেয়।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ঘাতক ট্রাকটির চালক শাহীন (৩৫) ও হেলপার লেবুকে (২২) আটক করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত ডালিমের বাবা রতন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

Scroll to Top