নারায়ণগঞ্জে বস্তিতে আগুন

নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সব পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোর ৪টায় বস্তিতে ভয়াবহ এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তিতে কয়েকটি পরিবার থাকলেও অন্যান্য পরিবারগুলো তাদের ঘর ঝুটের গোডাউনকে ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করত। এ বস্তিতে প্রায় প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও অবৈধভাবে গড়ে ওঠা বস্তিটি উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেয়া হয় না।

ওই বস্তির ১০০ গজ দূরে জেলা কারাগার ও একটি সিএনজি পাম্প রয়েছে। এছাড়া বস্তির পাশেই নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিস।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, প্রায় ৪৮টি ঘর পুড়েছে। আগুনের সূত্রপাত জানতে তদন্ত চলছে।

Scroll to Top