সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় মানুষের পাশে উষ্ণতা ছড়াতে \’মানবতার দেয়াল\’ তৈরি করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন। উচ্চ বিদ্যালয়ের দেয়ালেই তৈরি করেছে মানবতার দেয়াল। দেয়ালটি বিদ্যালয়ের বাহির দিক হওয়ায় এলাকার হতদরিদ্ররা প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করতে পারবে খুব সহজেই। এই কার্যক্রম শুরুর পর থেকেই অনেকে নিজের ইচ্ছে মতে অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছে এবং অনেকে সেখান থেকে নিজের প্রয়োজনে কাপড় নিয়ে যাচ্ছেন। এমন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে সাটিরপাড়ার আসেপাশের এলাকায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর অনেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে । সংগঠনটির আতিকুল ইসলাম বলেন, আমরা স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রাণ প্রকৃতির সাথে মিশে দেশটাকে ভালোবাসতে চাই।
সাধারণ সম্পাদক রেদুয়ান আহমেদ বলেন, মানবতার দেয়াল আমাদের সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতা দেখে যেন অন্যেরাও যাতে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসে সেটাই আমাদের কাম্য।
উল্লেখ্য, অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এতিম স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বৃক্ষরোপন, ফ্রি ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময় মানব কল্যাণ\’ সংগঠনটি।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস