মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে লাশ হলেন দুই বন্ধু!

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুকসুদপুর উপজেলার রথখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে এবং আরোহী মুকুল শেখ (২৮) একই গ্রামের নুরু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধু মুকুলকে সঙ্গে নিয়ে ফরিদপুরের ভাঙ্গার দিকে ঘুরতে বের হয় তুহিন। ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের রথখোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী একটি তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজৈরের টেকেরহাট সিটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Scroll to Top