সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ এবং বিগত সকল হত্যার বিচারের দাবি জানিয়েছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই)। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহজাদপুরে প্রতিবাদ ও মানববন্ধন করে সংগঠনটি।
তারা দাবি করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে ভারতকে। ফারাক্কাসহ অভিন্ন নদীতে দেয়া সব বাঁধ তুলে দেয়ারও দাবি জানায় সংগঠনটি। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সহযোগী অপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথাও বলেন তারা।
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানায় কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস। প্রতিবাদ স্বরূপ ‘ফেলানি, স্বর্ণা দাশকে গুলি করে হত্যা কেন’সহ নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে সংগঠনটি।