টঙ্গীতে কর্মের দাবি ও গার্মেন্টসে চাকরির ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন শ্রমিকরা। এ সময় বিসিকের সড়ক অবরোধ করা হয়
বুধবার (১৪ আড়স্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টঙ্গীর বিসিক পানির টাংকির সামনে বিক্ষোভ করা হয়।
জানা যায়, চাকরি নাই চাকরি চাই স্লোগানের ব্যানারে একদল কর্মহীন শ্রমিক গার্মেন্টসে চাকরি ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবিতে টঙ্গী বিসিকে কর্মসূচি পালন করে। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
কর্মসূচি চলাকালে শ্রমিকরা বিসিক থেকে নদী বন্দর পর্যন্ত সড়ক অবরোধ করেন। আগামীকাল সকাল ৮টায় শ্রমিকরা আবারো একই দাবিতে বিসিকে জড়ো হয়ে আন্দোলন করবেন বলে সভায় জানানো হয়।