মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলার আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে এই আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলার আগুনে সংবাদ পাওয়া যায় ৮টা ৫৫ মিনিটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।