২০ জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ কমতে পারে

রাজধানী ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি - প্রতীকী ছবি

মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ২০ জেলার ওপর দিয়ে। গতকাল রাজশাহী বিভাগের সব জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । তবে আজ (পহেলা সেপ্টেম্বর ) এই তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, গতকালের তুলনায় আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগামীকাল তা আরো বাড়তে পারে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।গতকাল বিকেলের পর উত্তরের জেলা রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার নিচে নেমে গেছে।