১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকারীরাই ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল। গ্রেনেড হামলার প্রতিবাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে এক আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু এসব কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তালেবপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আওয়ামী লীগের সদস্য এমএম আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে এ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ হোসেন টুলু বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলাকারী যারা দেশে এবং বিদেশ পালিয়ে গেছে তাদের দেশে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি।