আবহাওয়া অধিদপ্তরের মতে, সারা দেশে আজ শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এর পর বৃষ্টির পরিমাণ কম হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার পূর্বাভাস দিয়েছে যে দেশের সব এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজকের আবহাওয়ায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল বলেন, ‘আজ (গতকাল) বৃষ্টি কিছুটা কম ছিল।
আজকের (আগামীকাল) বৃদ্ধি অব্যাহত থাকবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে এবং তারপর একই থাকবে। এরপর সারা দেশে কম বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের ৪৪টি স্টেশনের মধ্যে ৩০টি গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের দিনের বৃষ্টির কথা জানিয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ১০৪ মিলিমিটার। রংপুরে মোট বৃষ্টিপাত হয়েছে ৫৫ মিলিমিটার এবং কুষ্টিয়া উপজেলায় ৫৭ মিলিমিটার। ঢাকায় এ সময় ৫ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা গেছে।
গতকাল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।