মুন্সীগঞ্জে ট্রলার ডুবি: ২ শিশুর মরদেহ উদ্ধার

সংগৃহীত

মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদী ডহরি-তালতলা খালে ট্রলার ডুবির দুই দিন পর নিখোঁজ হয় তোরণ শেখ (৭) ও মাহির শেখ (৫) নামে দুই শিশুর মরদেহ। এখন তাদের লাশ পাওয়া গেছে।

সোমবার দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী বাজার সংলগ্ন দোহরি-তালতলা খাল থেকে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিশু মাহির একই গ্রামের রুবেল শেখের ছেলে এবং উদ্ধারকৃত মৃত শিশু তোরণ কয়রা খোলার সিঙ্গাপুর প্রবাসী আরিফ খানের ছেলে।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কইস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুইজনের পরিবার লাশ গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন। তবে ৪ বছর বয়সী নাভা এখন নিখোঁজ। উদ্ধার তৎপরতা এখনও চলছে।