ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭
মঠবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় - সংগৃহীত ছবি

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে মঠবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকার বৈদারাপুরে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া থেকে ছেড়ে আসা বাসটি ঝালকাঠির দিকে আসছিল। পথে ছত্রকান্দার বৈদারাপুর এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই পানিতে ডুবে মারা যায়।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের ৬টি টিম উদ্ধার কাজে অংশ নেয়। আমরা ঘটনাস্থলে বাসের ভেতর থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। এ ছাড়াও ২৫ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি ইতিমধ্যেই পানি থেকে তোলা হয়েছে। বাসের ভেতরে আর কোনো লাশ নেই। এই ঘটনায় আমাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা সদর হাসপাতালেই দেওয়া হচ্ছে।