উজানের ঢলে কুড়িগ্রামে প্লাবিত শতাধিক বাড়ি ঘর

উজানের ঢলে কুড়িগ্রামে প্লাবিত শতাধিক বাড়ি ঘর
সংগৃহীত ছবি

তিন দিন থেকে উজানের ঢল ও ভারী বৃষ্টির ফলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বেড়েই চলছে। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বেড়েছে, প্লাবিত হয়েছে আশপাশের নিচু এলাকা।

তীব্র স্রোতে লোকালয়ে ঢুকছে দুধকুমারের পানি। বুধবার সকালে দুধকুমারের মুড়িয়া এলাকায় তীররক্ষা বাঁধ ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়।

বন্যার এ পানিতে প্লাবিত হয়েছে শতাধিক বাড়ি ঘর। তলিয়ে গেছে ক্ষেত। গবাদি পশু ও হাঁসমুরগী নিয়ে বিপাকে পড়েছেন নদীতীরের মানুষরা। স্থানীয়রা বলছেন, তলিয়ে গেছে বেশ কিছু পুকুর।

বাঁধ ভাঙার উপক্রম হয়েছে পাশের আনছারহাটে এলাকায়। উদ্বিগ্ন হয়ে পড়েছেন নদীতীরের মানুষরা। যদিও বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আনছারহাটে ৪১০ মিটার ও মুড়িয়ায় ৭০ মিটার এলাকায় তীর প্রতিরক্ষা কাজ করছেন তারা।