টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীসহ নিহত ৪

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীসহ নিহত ৪
টাঙ্গাইলের ঘাটাইলে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোভ্যান - সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীসহ চারজন বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি এলাকায়।

নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), তাদের অজ্ঞাতনামা ছেলে এবং একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ হোসেন।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার দেওলাবাড়ি পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় এক শিশু। পরে গুরুতর আহত শিশুকে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ পুলিশের হেফাজতে রয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ।