যশোরে রিকশাচালককে চড়থাপ্পড়ের ঘটনায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

যশোরে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) আরতি রানীর বাড়িতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়েছে।

এ বিষয়ে আবু মোর্তজা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবীদের গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, রোববার দুপুরে যশোর আদালতের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত আইনজীবী আরতি রানী ঘোষ রিকশাচালকের কলার ধরে চড়-থাপ্পড় মারছেন। এ সময় ওই রিকশাচালককে হাতজোড় করে বারবার ক্ষমা চাইতে দেখা যায়। কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা না করে মারধর করতে থাকেন।

ঘটনার প্রতক্ষ্যদর্শী যশোর প্রেসক্লাবের অফিস সহকারী মীর রবিউল ইসলাম বলেন, ওই আইনজীবী রাস্তার দুই পাশ না দেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ওই রিকশার ধাক্কায় তিনি পড়ে যান। রিকশাচালক তার কাছে ক্ষমা চাইতে এলে তিনি তাকে মারেন।

আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, রাস্তা পার হওয়ার সময় ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারধর করেন। এমন আচরণ করা ঠিক হয়েছে কি না সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওকে কি পুজো করব?