আজ মঙ্গলবার বিকেলের পর থেকে চার বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন।
মোস্তফা কামাল পলাশ আবহাওয়া পূর্বাভাসের তথ্য জানিয়ে বলেন, আজ বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। রাজশাহী বিভাগের সকল জেলা। ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের ঝড় হতে পারে।
এছাড়া ঢাকা বিভাগের কোনো কোনো জেলার ওপর দিয়েও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিকেল ৪ টা থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ জেলায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।