ঈদের দিন সারাদেশে মোটরসাইকেলে ঝরল ১৭ প্রাণ

ঈদের দিন সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। ২২ এপ্রিল, শনিবার সারাদেশে পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নেত্রকোনায় ৩জন, বগুড়ায় ৩জন, গাজীপুরে ২জন, মাদারীপুরে ২জন, বরিশালে, দিনাজপুরে, যশোরে, ফরিদপুরে, মেহেরপুরে, জয়পুরহাট ও ঢাকায় একজন করে রয়েছেন।

নেত্রকোনা

নেত্রকোনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩জন আহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু বক্কার, মাসুদ মিয়া ও সুমন মিয়া। পুলিশ জানিয়েছে, তারা ঈদ উপলক্ষ্যে ঘুরতে রেব হয়েছিলেন। বৌবাজার এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে মৃত্য ঘোষণা করেন চিকিৎসক।

বগুড়া

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকেল ৪টার দিকে নন্দীগ্রামে উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন। অন্যদিকে বিকেল ৫টার দিকে কাথম মোড়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হন।

নিহতরা হলেন- ইমরান হোসেন (২৮), আবিদার হোসেন (২৪) এবং বুলবুল হোসেন (২৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত ও ভাটগ্ৰাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বাবু।

বরিশাল

বরিশালে বাসের ধাক্কায় ফায়েজ আহমেদ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। শনিবার বিকেলে বরিশাল শহরের রুপাতলী এলাকার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এসআই ফায়েজ আহমেদ এক আরোহীর মোটরসাইকেলে করে ঝালকাঠির রায়পুরে বাড়িতে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফায়েজ আহমেদ নিহত নিহত হন। এ সময় আহত হন মোটরসাইকেলের অন্য আরোহীও।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

দিনাজপুর

দিনাজপুরের ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের গরীবপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন মাসুদ। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ সময় আহত হয়েছেন তার বোন।

যশোর

যশোরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। নিহতের নাম আল আমিন। বয়স আনুমানিক ২০ বছর। তিনি বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন।

ঈদের দিন দুপুরে উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলা সদরের দোহাকুলা বীরডাঙ্গাপাড়ার ফরিদুল কবিরের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিথুন কুমার দে আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার দোলান বাজার সড়কের পৈলানপুর বটতলা এলাকায় এক মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম কাজী সিয়াম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় জীবন হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে শ্রীপুর-কালিয়াকৈর সড়কের ফুলবাড়িয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল জন্দ্র সরাকার বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই বন্ধু আহত হন। স্থানীয়রা তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জীবন হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম নাজমুল হাওলাদার (১৪)।

শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার দুই বন্ধুও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে শিবচর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর

ফরিদপুরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে জুবায়ের হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়ের হোসেন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এ সময় তার দুই বন্ধু রনি কাজী (২২) ও সিফাত শরীফ (২১) আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে গাংনী উপজেলার বাওট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার ইতি বাউট গ্রামের ফরাজীপাড়ার ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট

জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম বিপ্লব হোসেন (১৭)।

শনিবার সকালে কালাই উপজেলার জিন্দারপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় বিপ্লব। পরে বুড়িপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন বিপ্লব। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ঢাকা

রাজধানী ঢাকার রামপুরায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মেহেদী হাসান (১৭)। এ সময় আহত হয়েছেন তার বন্ধু শকিল।

শনিবার দুপুরে রামপুরা টেলিভিশন সেন্টারের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহত শাকিল মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পেছনে বসা ছিলেন মেহেদী হাসান। হঠাৎ একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় মেহেদী হাসান।

Scroll to Top