পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়, বিক্রি ৩৪ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ ধরা পড়েছে।

উপজেলার পিয়ার আলীর মোড় এলাকার পদ্মা নদীতে আজ শুক্রবার সকালে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের হালিম ফকিরের আড়তে আনলে উৎসুক জনতা সেখানে ভিড় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ব্যবসায়ীদের অংশগ্রহণে উম্মুক্ত নিলামে তোলা হয়। শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট এক হাজার ২শ‘ টাকা কেজি দরে ৩৩ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন।

আড়তদার হালিম ফকির বলেন, ‘পদ্মা নদীতে এখন পানি কম থাকায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কুলে আসছে। যে কারণে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার সাবু বলেন, ‘এ বছর মাঝে মধ্যেই এমন বড় আকৃতির বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।’