মাদারীপুরের খালে ধরা পড়েছে ইলিশ!

মাদারীপুরের ডাসারে খালে পাতা ভেসালির জালে একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গতকাল শ‌নিবার দুপুরে উপজেলার ডাসার খালে ইলিশটি পাওয়া যায়।

‌জেলে ইউসুফ বেপারী বলেন, ‘উপজেলার পূর্ব ডাসারে স্লুইস গেট এলাকার খালে প্রতিদিনের মতো ভেসাল পেতেছিলাম। ‘ভেসাল তুললেই জালে প্রায় এক কেজি ওজনের একটি ইলিশ দেখতে পাই। ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অনেকেই দেখতে আসেন।’

স্থানীয় বাসিন্দা আজাদ হোসেন বলেন, ‘আমাদের বাড়ির পাশের খালটিতে প্রতি বছর বর্ষা মৌসুম শেষ হলে ভেসালসহ বিভিন্ন উপায়ে মাছ শিকার করা হয়। খালে ছোট বড় নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। এবার ইলিশ পাওয়া গেল।’

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল চন্দ্র ওঝাঁ ব‌লেন, ‘অনেক সময় নদী তীরবর্তী ছোট-বড় খালে ইলিশ ঢুকে পড়তে পারে, তবে অগভীর খালে ইলিশ স্থায়ীভাবে বসবাস করতে পারে না। মাছ‌টি হয়তো আড়িয়াল খাঁ নদ থেকে ডাসার খালে ঢুকে পড়েছে।’

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমিন বলেন, ‘যদিও নদী থেকে খালটি অনেক দূরে, তবুও নদীর সঙ্গে খালটির সংযোগ থাকায় ইলিশটি এদিকে চলে এসেছে।’

Scroll to Top