শরীয়তপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে, আহত ২০

শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সরু মহাসড়কে খাদে পড়ে গেছে একটি বিআরটিসি বাস। শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসেরকান্দি গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এসময় স্থানীয় লোকজন বাস থেকে আহতদের উদ্ধার করে। এঘটনায় অন্তত ২০ জন আহত হয়। ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই বাসের যাত্রীদের সরিয়ে নেয় স্থানীয়রা।

স্থানীয় জয়নাল আবেদীন বলেন, ‘আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি বিআরটিসির বাসটি উল্টে পড়ে গেছে। আমরা তাৎক্ষণিক অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে কেউ মারা যায়নি। ’

শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ফেলে। তবে বাসের নিচে কেউ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

Scroll to Top