বরের হাত ধোয়ানোর বকশিশ নিয়ে বিয়ে বাড়িতে সংঘর্ষে আহত ৩০

কুমিল্লায় বিয়ের আসরে খাবার শেষে বরের হাত ধোয়ার বকশিশ দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বর ও কনে পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) বিকেলে জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১৭ অক্টোবর) বরের বড় ভাই এবং কনে পক্ষের একজন বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

স্থানীয়রা জানান, উপজেলার এলাহাবাদ গ্রামের পাইঞ্জত আলী মুন্সী বাড়ির মো. ইসমাইল মুন্সীর ছেলে মো. সাদেক হোসেনের (২৬) সঙ্গে মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি গ্রামের মো. শানু মিয়ার মেয়ে মোসা. সোনিয়া আক্তারের (১৮) গতকাল রোববার পারিবারিক ভাবে বিয়ের দিন ধার্য ছিল। দুপুরের পর বরযাত্রী কনের বাড়িতে গেলে, গেটের সালামি নিয়ে প্রথমে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। পরে খাওয়া-দাওয়া শেষে বরের হাত ধোয়ানোর টাকা নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষ হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে যায়।

এতে বরের পক্ষের প্রায় ২০ জন ও কনে পক্ষের ১০ জনের মতো আহত হয়। আহতদের মধ্যে সাইফুর ইসলাম, সায়মা বেগম, কামাল হোসেন, ফয়েজ আহমেদ, জুয়েল আহমেদ, বাবু, হেলালসহ কয়েক জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের কারণে বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

Scroll to Top