অনির্দিষ্টকালের জন্য কুয়াকাটায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন নগরীতে অনির্দিষ্টকালের জন্য খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নামে হোটেল মালিকদের হয়রানির অভিযোগ এনে গত মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এ ঘোষণা দেন কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। গতকাল বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে হোটেল ও রেস্তোরাঁ।

\"\"

হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.কলিম বলেন, কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। ছোট ছোট হোটেল মালিককেও ৩০ থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। এমনকি একেক জনকে মাসের মধ্যে তিন-চারবার জরিমানা করা হয়েছে। এতে হোটেল ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম।

তিনি আরও জানান, তাই হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা করা হয়েছে। এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে\’, বলেন তিনি। হয়রানির প্রতিকারে জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সকল হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে বলে জানান তিনি।

Scroll to Top