অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছে, বলা যায় বেহেশতে আছে- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমনটাই মন্তব্য করেছেন।
আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, সেসব দেশের কাছে তথ্য চাইলে সহজে দিতে চায় না, এটা তাদের মজ্জাগত সমস্যা। বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম।
আব্দুল মোমেন আরও বলেন, গরীব দেশের রিজার্ভের প্রয়োজন হয়; বাংলাদেশ এখন আর গরীব নেই। তিনি বলেন, আমাদের ইনফ্লেশন রেট ৬ এর বেশি, অন্যদিকে অ্যামেরিকায় দেখেন ওদের ইনফ্লেশন রেট ৯.১, ৬০% বেড়েছে তুরস্কে, ইংল্যান্ডের জনগণ কষ্টে আছে। অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। তবে হ্যাঁ আমাদের কিছু চ্যালেঞ্জও আছে, সেজন্যই আমরা আগেভাগে সাশ্রয় করতে শুরু করেছি।