ট্রেন লাইনচ্যুত হয়ে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আজ শনিবার (১৬ জুলাই) ভোর ৫টায় উপজেলার তিলকপুর রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ডাউন ৭০৬ নং ট্রেনটি ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার তিলকপুর রেল স্টেশন এলাকায় ভোর ৫টায় পৌঁছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লাইনচ্যুত বগিসহ চারটি বগি রেখে ট্রেনটি ৭টা ২৫ মিনিটে শান্তাহার অভিমুখে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।

এদিকে ভোর ৫টা ৮ মিনিট থেকে আক্কেলপুর রেল স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এতে প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রিরা।

Scroll to Top