একটি পশু কিনতে হাটে দুজনের বেশি যাওয়া নিষিদ্ধ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশেই পশুর হাট শুরু হয়ে গেছে। অন্যদিকে, দীর্ঘদিন স্তিমিত থাকার পর প্রাণঘাতী করোনাভাইরাস নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ অবস্থায় কোরবানির হাট পরিচালনার ক্ষেত্রে ইজারাদার, ক্রেতা ও বিক্রেতাদের প্রতি কিছু নির্দেশনা জারি করেছে সরকার। বলা হয়েছে, একটি পশু কিনতে দুজনের বেশি হাটে যাওয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) সরকারের পক্ষ থেকে আরও কিছু নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, বদ্ধ জায়গায় পশুর হাট বসানো যাবে না। ইজারাদারদের কাছে মাস্ক, সাবান ও জীবণুমুক্তকরণ সামগ্রী রাখতে হবে। বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। মাস্ক ছাড়া কোনো ক্রেতা বা বিক্রেতা হাটে অবস্থান করতে পারবে না।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, একটি পশুর থেকে আরেকটি পশু এমনভাবে রাখতে হবে যেন ক্রেতারা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পশু দেখতে পারেন। সব পশু একত্রে হাটে প্রবেশ না করিয়ে ধীরে প্রবেশ করানোর অনুরোধ করা হয়েছে ওই নির্দেশনায়। আরও বলা হয়েছে, অনলাইন থেকে পশু কেনা-বেচার চেষ্টা করতে হবে।

Scroll to Top