বাংলাদেশের সক্ষমতার প্রতীক \”পদ্মা সেতু\” : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মা সেতু তৈরিতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। ষড়যন্ত্রে লিপ্ত ছিল ড. ইউনুছের মতো সিনিয়র নাগরিকরা। তিনি যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্ব ব্যাংকে চিঠি দিয়েছিলেন পদ্মা সেতু নির্মাণে কোনো সহযোগিতা না করার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বসে থাকেননি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এটি সারা বিশ্বে সাড়া জাগানোর মতো দৃষ্টান্ত।’

আজ শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে তারেক রহমানের হাত রয়েছে। তিনি দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্রের নকশা এঁকে তা বাস্তবায়নের চেষ্টা করছেন। কিন্তু তার ষড়যন্ত্র সফল হবে না। তাকে দেশে আনার চেষ্টা চলছে। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে শিগগরিই আইনের আওতায় আসতে হবে। এ ব্যাপারে ওই দেশের সংশ্লিষ্টদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়াকে মহানুভবতা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনিক ক্ষমতাবলে জেলের বাইরে রাখা হয়। কিন্তু বিএনপি নেতাদের বড় বড় কথায় জনগণ ক্ষিপ্ত হয়ে পুনরায় তাকে জেলে ঢোকানোর জন্য বলছে। বিষয়টি বিবেচনা করার জন্য আমরা ভাবছি।’

Scroll to Top