গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার (০৩ মে) ঈদের রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এটি থাকবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত।
অর্থাৎ, আজ বৃহস্পতিবার (৫ মে) রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এর আগে গত ২৯ এপ্রিল তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (০৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে সঞ্চালন লাইন মেরামত শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
এদিকে সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য ঈদের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
গ্রাহকদের এমন সাময়িক সমস্যার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুঃখ প্রকাশ করেছে।