করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) ব্যবস্থাপনায় গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের মোংলায় পাঁচ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।
শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাটের আহ্বায়ক মো. নূর আলম শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো. ইসরাফিল হোসেন, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর শাখার সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ, সিপিবি নেতা মাহারুফ বিল্লাহ, নারীনেত্রী কমলা সরকার, ইউপি সদস্য হাদিসা বেগম, রোজলিন অন্তরা প্রমুখ।
ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মাস্ক বিতরণের আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। করোনাভাইরাস মোকাবেলায় এন-৯৫ মাস্ক বিতরণে সহায়তা প্রদানের সৈয়দ শাকিল ট্রাস্ট, বাপা ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগকে সাধুবাদ জানান।