চট্টগ্রামে ডেমু ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় ডেমু ট্রেন-বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি আজ শনিবার বেলা ১১টার দিকে ঘটে। নিহতরা হলেন- ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। তাদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে।

দুর্ঘটনায় আহত আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮) নামে দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাদেকুর রহমান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের সিগন্যাল অমান্য করে ক্রসিং লাইন পার হওয়ার সময় ডেমু ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। বাহনটি যাত্রী বোঝাই ছিল।

এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, এ ঘটনায় রেলওয়ে পুলিশ কাজ করছে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরের নেতৃত্বে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।