সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতিতে সরকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। গত ১৩ বছরে সশস্ত্র বাহিনীর যথেষ্ট অগ্রগতি হয়েছে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের মাধ্যমে সক্ষমতা বেড়েছে তিন বাহিনীর। আজ রোববার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিরক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নেও ব্যাপক কাজ করে চলেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখনও জাতিসংঘ মিশনে এক নম্বরে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত সশস্ত্র বাহিনী দেশের অহংকার।

প্রধানমন্ত্রী স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ততার মাধ্যমে দেশের গৌরব বাড়ানোর আহ্বান জানান।

Scroll to Top