বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা : দেশের বিভিন্ন স্থানে আজও-মানববন্ধন প্রতিবাদের ঝড়

আজ মঙ্গলবারও দেশের কয়েকটি স্থানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও মানববন্ধন করেছে দেশের সচেতন নাগরিকরা। তারা এ ঘটনায় ইন্ধনদাতাদের গ্রেফতার করে শাস্তির জোর দাবি তোলেন। দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে তাঁকে হত্যাচেষ্টার ঘটনার পর থেকেই।

সিরাজগঞ্জের শাহজাদপুরে হয়েছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শুভসংঘ শাহজাদপুর শাখার সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শুভসংঘ শাহজাদপুর শাখার সভাপতি এনামুল কবির, শুভসংঘের সাধারণ সম্পাদক খন্দকার চঞ্চল মাহমুদ, বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের শাহজাদপুর উপজেলা মার্কেটিং অফিসার মাসুদুর রহমান, কালের কণ্ঠের শাহজাদপুর প্রতিনিধি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা আতাউর রহমান পিন্টু, সাংবাদিক কোরবান আলী লাভলু, সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক আলামিন হোসেন, সাংবাদিক ফরিদ আহমেদ চঞ্চল, সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাংবাদিক বাবুল আকতার খান, সাংবাদিক শফিকুল ইসলাম পলাশ, সাংবাদিক আব্দুল কাদের সিদ্দিকী (সংগ্রাম) ও শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলী প্রমুখ। বক্তারা দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

পাবনায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ এ হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন। আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে পাবনা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও বীরমুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এ সময় হত্যাচেষ্টায় জড়িত হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়।

বক্তারা মানববন্ধনে বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বসুন্ধরা গ্রুপ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা সমাজের কীট। তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় বক্তব্য দেন মিলন হোসেন, আবুল হোসেন, আসাদুল ইসলাম, সাকাওয়াত হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণমান্য ব্যক্তিরা।

কিশোরগঞ্জের ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। বসুন্ধরার সিমেন্ট সেক্টরের সিনিয়র ম্যানেজার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদসভায় বক্তারা বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনসহ জড়িতদের দ্রুত গেপ্তারের দাবি জানান। পাশাপাশি সায়েম সোবহান আনভীরের নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান কাঞ্চন, প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী শেখ জাভেদ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম সজিব, শামসুজ্জামান সুমন, বসুন্ধরা গ্রুপের এরিয়া ম্যানেজার (সিমেন্ট সেক্টর) সুমন কর, কিশোরগঞ্জের টেরিটরি ম্যানেজার (সিমেন্ট সেক্টর) রবিউল ইসলাম প্রমুখ।

বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার সকাল ১১টার সময় এ মানববন্ধনের আয়োজন করে বিক্রমপুর প্রেস ক্লাব। এতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সমাজের নানা স্তরের লোকজন অংশগ্রহণ করেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে একটি প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ খানের সভাপতিত্বে প্রতিবাদসভায় বক্তব্য দেন বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর সাংবাদিক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি ও বিক্রমপুর প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, আজকের পত্রিকার সাংবাদিক রাকিব শেখ, সাংবাদিক এস কে রানা, শুভ দেওয়ান, লিংকন হাওলাদার, মানিক লক্ষ্মণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের বিখ্যাত শিল্প গ্রুপ ও ব্যবসাপ্রতিষ্ঠান। দেশের সেবায় এ শিল্প পরিবারটি কাজ করে চলেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে করোনাকালে ব্যাপক ভূমিকা রেখেছে বসুন্ধরা গ্রুপ। সারা দেশে অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। সেই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা মেনে নেওয়া যায় না। ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের আইন সবার জন্য সমান। হোক সে হুইপ আর শক্তিশালী কোনো নেতা। হুইপ সামসুল হক ও তার ছেলে যে ষড়যন্ত্র করে দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে তাতে যদি তার বিচার না করা হয়, তবে ব্যবসায়ীদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। আইন-শৃঙ্খলার অবনতি হবে।

গোপালগঞ্জে এ ন্যক্কারজনক হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক পরিষদের নেতারা একাত্মতা প্রকাশ করেন। কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দাস। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও শুভসংঘের গোপালগঞ্জ শাখার সভাপতি সহযোগী অধ্যাপক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সম্পাদক আকবর আলী মোল্লা, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আহসান (হুসাইন), চন্দ্রিমা শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মণ্ডল, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুন্সী মো. হুসাইন প্রমুখ বক্তব্য দেন। এ সময় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহবুব হোসেন সারমাত, শেখ মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহা, প্রচার সম্পাদক সেলিম রেজা, সদস্য মাসুদ পারভেজ, প্রথম আলোর জেলা প্রতিনিধি নতুন শেখ, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সিহাব মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও শুভসংঘের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও শুভসংঘের সভাপতি সহযোগী অধ্যাপক মো. শাহ আলম বলেন, বসুন্ধরা গ্রুপ এ দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ। দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে এ গ্রুপের মাধ্যমে। দেশকে পিছিয়ে দিতে একটি কুচক্রী মহল এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা করছে, যা ন্যক্করজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আর এ ঘটনার ইন্ধনদাতাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সম্পাদক আকবর আলী মোল্লা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। একটা স্বাধীন দেশে এটা মোটেও কাম্য নয়। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানে ৭০ হাজার পরিবারের প্রায় ৫ লাখ মানুষের রুটিরুজির ব্যবস্থা হচ্ছে। এ গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে হত্যাচেষ্টার ঘটনা একটি চক্রান্ত। তারা এ দেশের অর্থনীতিকে ধ্বংস করতে এই পথ বেছে নিয়েছে। জেলার সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আহসান (হুসাইন) বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তাঁকে হত্যাচেষ্টার ঘটনায় গোপালগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সঙ্গে অন্য জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। করোনাকালীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বসুন্ধরা গ্রুপের পক্ষে ৮ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী এবং ২ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নওগাঁর সাংবাদিক সমাজ। তাই এরই প্রতিবাদে নওগাঁর সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দীন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর প্রতিনিধি বাবুল আখতার রানা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদারসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীর শুধু শিল্পপতিই নন, তিনি একজন মানবদরদি মানুষ। করোনার সময় দেশব্যাপী খাদ্য সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা।

Scroll to Top