করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে দেওয়া বন্ধ হচ্ছে। একই সঙ্গে আজ থেকেই দেওয়া শুরু হবে দ্বিতীয় ডোজের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমকে এমনটিই জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হকের স্বাক্ষরিত গত মঙ্গলবারের (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে।
তবে, যেসব স্থানে মডার্নার টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের অনুমোদনক্রমে এই নির্দেশনাটি সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।