বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিলো সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ।
গত (০১ মে) সোনারগাঁ উপজেলার প্রান্তিক কৃষক রহিম মিয়ার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনের নেতৃত্বে কৃষক রহিম মিয়ার জমির ধান কেটে দেন তারা।
ধান কাটায় অংশ নেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
তাছাড়া ছাত্রলীগের এই নেতার নেতৃত্বে সোনারগাঁয়ের অসহায়, সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কর্মীরা। ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবিন মনে করেন এই অসহায়, হতদরিদ্র মানুষের সেবার মাধ্যমে দেশ সেবা করা সম্ভব।
বিগত ২০২০ সালের কঠোর লকডাউনেও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের এই সভাপতির নেতৃত্বে ৫০০ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছেন নেতা কর্মীরা।
ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবিন লেটেস্টবিডি নিউজকে বলেন, করোনার কারণে সোনারগাঁ উপজেলার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই কৃষকের ধান কেটে দিচ্ছি।