দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, উদ্ধারে এসে পেল ফেনসিডিল

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের অন্যতম প্রাচীন ও বৃহৎ অঞ্চল দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের নাম সফিকুল ইসলাম (৩৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মামুদপুর ইউনিয়নের আম বাগান গ্রামের মোহাম্মদ আলী সুরুজের ছেলে।

এদিকে, দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে পুলিশ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

আজ রবিবার ( ০২ মে) সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটোরাইস মিলের সামনে পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সফিকুল ইসলাম মারা যান। এসময় স্থানীয় জনতা পিকআপটিকে আটক করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা ও মাদকদ্রব্য আইনে একটি পৃথক মামলা দায়ের করা হবে।

Scroll to Top