কঠোর লকডাউনের মধ্যেই চলছে রাখাইনদের জলকেলি উৎসব

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছর রাখাইন জনগোষ্ঠীর সাংগ্রেং বা জলকেলি উৎসব উদযাপন না হলেও এবার লকডাউনের মধ্যেই অনেকটা ঘোষণা ছাড়াই তা উদযাপন করা হচ্ছে।

রাখাইনদের দাবি, ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধি মেনেই তিন দিনের এই জলকেলি উৎসব উদযাপন করছেন তারা। এ উৎসবে করোনামুক্ত বিশ্বের জন্য প্রার্থনাও জানিয়েছে এই নৃ-গোষ্ঠীর মানুষ।

দল বেঁধে গানে গানে নাচ আর ঘুরে বেড়ানো, সঙ্গে একে অপরকে পানি নিক্ষেপের মধ্য দিয়ে পালন করা হয় রাখাইন বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান। রাখাইনরা বলছে, ছোট্ট পরিসরে এবারের জলকেলির আয়োজন করা হয়েছে। তাই তাদের আনন্দ কিছুটা কম।
\"jolkeli\"

রাখাইন নেত্রী মা থিন থিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি পালন করছি। করোনা ভাইরাসের কারণে পৃথিবী থেকে প্রচুর লোক চলে যাচ্ছে আমরা শোকাহত।

জেলা প্রশাসন সীমিত পরিসরে জলকেলি আয়োজনের কথা স্বীকার করেছে।

\"Jolkeli\"

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন, আমি যতোটুকু জানি আমাদের রাখাইন সম্প্রদায় যে আয়োজন করেছে সেটি তারা ঘরোয়াভাবেই করছেন।

রাখাইন পঞ্জি অনুসারে ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে রাখাইন নতুন বর্ষ ১৩৮৩। আর ৩ দিনব্যাপী সাংগ্রেং বা জলকেলি উৎসব শেষ হবে সোমবার।

Scroll to Top