বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের প্রশাসনিক অঞ্চল ঝিনাইদহ শহরে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা, মূল্য বেশি রাখাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
নেতৃত্ব দেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও জিন্নাতুল ইসলাম।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মজিবুর রহমান জানান, পবিত্র মাহে রমজান ও মহামারি করোনা রোধে ঘোষিত লকডাউন পরিস্থিতিতে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখাসহ বিভিন্ন অভিযোগে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা মেলায় জেলা শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলার কাঁচামাল, মুদি, মাছ ব্যবসায়ীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখে কেনা-বেচা করার অপরাধেও জরিমানা করা হয়।