স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের প্রশাসনিক অঞ্চল ঠাকুরগাঁওয়ে বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে স্বামী কৃষ্ণ চন্দ্র (৩৪) এর মৃত্যু হয়েছে। নিহত কৃষ্ণ ওই এলাকার খাটাসু চন্দ্রের ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব।
আজ রবিবার (১৮ এপ্রিল) সকালে  জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের দফাদার টুলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে কৃষ্ণর স্ত্রী রাধিকা রাণী বাড়ীর পুকুরের ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকে। এ সময় তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। এদিকে ছেলে ও ছেলে বৌকে বিদ্যুতায়িত হতে দেখে তাদের বাঁচাতে গিয়ে মা বিমলা রাণীও বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রী কৃষ্ণকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত রাধিকা ও বিমলা রাণীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
Scroll to Top