আবদুল কাদের মির্জার ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বেলা ১২টা ২৯ মিনিটে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন- ‘জুমা নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ফেসবুকে অ্যাকাউন্টে লিখেছেন, আ কা মির্জা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত তার ফেসবুকে লেখেন- দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন আ কা মির্জা। আব্দুল কাদের মির্জাকে দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ফয়সল লিখেন, সুচিকিৎসা প্রয়োজন…..।

দেখা যায় স্ট্যটাসটি দেওয়ার ১৫ মিনিটের মাথায় তা হিডেন করে রাখা হয়।

এ বিষয়ে আবদুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলেননি। তবে স্বপন নামে একজন ফোন রিসিভ করে নিজেকে তাঁর সহকারী পরিচয় দিয়ে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে জানান।

Scroll to Top