বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের জেলা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি নিখোঁজ ২৯ জনের।
আগেই লঞ্চটির অবস্থান নিশ্চিত করে উদ্ধারকারী দল। সোমবার সকাল থেকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউএ’র জাহাজ ‘প্রত্যয়’। কিন্তু লঞ্চটি প্রায় ৩৫ ফুট গভীরে চলে যাওয়ায় এবং প্রচুর বালু ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আর নিখোঁজদের সন্ধানে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী আর ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
তাদের ধারণা, লঞ্চের ভেতরে আটকে পড়া অনেকে প্রচণ্ড স্রোতে ভেসে গেছেন। রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ সাবিত আল হাসান ডুবে যায়। রাতেই উদ্ধার করা হয় ৫ জনের মরদেহ।