রাজশাহীতে আলু ক্ষেতে উল্টে পড়লো প্রশিক্ষণ বিমান (ভিডিও সহ)

বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান রাজশাহীর তানোর উপজেলার আলু ক্ষেতে জরুরি অবতরণ কালে আছড়ে পড়েছে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৩ টায় উপজেলার তালন্দ ইউনিয়নের তানোর-মুণ্ডুমালা সড়কের আড়াদীঘি লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা নিরাপদে নামতে পেরেছে বলে জানা গেছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, এস২ এজিজি সেসেনা ১৫২ মডেলের প্রশিক্ষন বিমানটি বিকট শব্দে একটি আলু ক্ষেতে আছড়ে পড়ে। এতে সামান্য আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন পাইলট ও সঙ্গে থাকা প্রশিক্ষণার্থী। তারা হলেন প্রশিক্ষক মাহফুজ ও প্রশিক্ষনার্থী মবিন। প্রাথমিকভাবে জানা গেছে প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে তানোর ফায়ার সার্ভিস ও পুলিশ।

এ ঘটনা সম্পর্কে তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, \”দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও দমকল কর্মীদের জানাই। তাদের সাথে এখনো ঘটনাস্থলেই আছি। বিমানটি একটি আলুর খেতে ভূপাতিত হয়েছে। এতে পাইলট ও আরোহী সামান্য আঘাত পেয়েছেন।\”

Scroll to Top