গতকাল দুপুর তিনটার দিকে ঝালকাঠি-রাজাপুর-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার সংলগ্ন আওরাবুনিয়া খালের ব্রিজ ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, ঝালকাঠি থেকে পাথরবোঝাই একটি ট্রাক কাঠালিয়া আসার পথে আওরাবুনিয়ার সাতানী বাজার ব্রিজের মাঝখানের অংশ ভেঙে ট্রাকটি খালে ডুবে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার প্রাণে বেচেঁ গেলেও তারা দু\’জনই আহত হন। এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া, বেতাগী ও আমুয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এতে এলাকাবাসী জানান, ব্রিজটির মাঝখান দেবে গিয়েছিল। দীর্ঘদিন হাজার হাজার মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। কর্তৃপক্ষের উদাসিনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে কাঠালিয়া থানার ওসি জানান, দুপুরে পাথরভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। তবে ট্রাকের আরোহীদের কোনও ক্ষতি হয়নি।