নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনায় মাটি কাটার সময় ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে যে, এ সব গুলি মুক্তিযুদ্ধে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল। গত মঙ্গলবার রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এ সব গুলি উদ্ধার করে পুলিশ।
জানা জয়, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাই এর বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনার কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলি ভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর ছেলে বায়েজিদকে গুলির বক্স পাওয়ার সংবাদ জানালে তিনি থানায় ঘটনাটি জানান। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল।
এতে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করি।