টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিরবাসিন্দা যুবলীগ নেতা জামাল হোসেন ও বিএনপি কর্মী ইদ্রিস আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের থেকে জানা যায়, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে র্যাব, পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
এ বিষয়ে কালিহাতী থানা অফিসার ইনচার্জ বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।